হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে জাল সনদপত্রসহ সালাহউদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে উপজেলার তাড়াটিয়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব-১৪।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিন যাবৎ উপজেলার তাড়াটিয়া বাজারে জেআরএস মেডিকেল হল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র নামের একটি দোকানে ভুয়া সনদধারী চিকিৎসক সালাউদ্দিন অভিজ্ঞ ও উচ্চতর চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দেন। এ সময় তিনি সেখানে বিভিন্ন রোগের রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। রোগীপ্রতি ২০০ টাকা ভিজিট নিতেন তিনি। ব্যবস্থাপত্রে সালাউদ্দিনের যোগ্যতা লেখা এমবিবিএস (ঢাকা), পিজিটি (মেডিসিন), এফসিপিএস (শেষ পর্ব) চর্ম, যৌন ও অ্যালার্জি রোগে বিশেষ ট্রেনিং প্রাপ্ত।

বিশেষজ্ঞ চিকিৎসক ভেবে স্থানীয় রোগীরা তাঁর কাছে চিকিৎসা নিতে ভিড় জমায়। তবে ওই ভুয়া ডাক্তারের কথাবার্তা ও চিকিৎসা দেওয়ার ধরন দেখে স্থানীয় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব-১৪ রোগী সেজে ওই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায় এবং হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‍্যাব-১৪-এর স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান বলেন, ভুয়া ডাক্তার সালাউদ্দিনকে তাড়াটিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর সঠিক পরিচয় এখনো জানা যায়নি। তিনি এলোমেলো কথা বলছেন। তাঁর আচরণ সন্দেহজনক।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা