হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জ জনস্বাস্থ্য কার্যালয়ে মেকানিককে ভেতরে রেখে তালা দিলেন অফিস সহকারী

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের এক মেকানিককে ভেতরে রেখে বাইরে তালা দেন অফিস সহকারী খলিলুর রহমান। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম তালুকদার সুজন তাঁর একটি প্রয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আসলে তিনি অফিস তালাবদ্ধ দেখতে পান। পরে তিনি অফিসের দিকে এগিয়ে গেলে ভেতর থেকে শব্দ শুনতে পান। তখন বাইরে থেকে জিজ্ঞাসা করা হলে মেকানিক সাইফুল বলেন, অফিস সহকারী খলিলুর রহমান তাঁকে তালাবদ্ধ করে বাইরে গেছেন। পরে বেলা ২টার পর অফিস সহকারী খলিলুর রহমান অফিসে এসে তালা খুলে দেন। 

এ বিষয়ে অফিস সহকারী খলিলুর রহমান বলেন, ‘মেকানিক সাইফুল পাগলা। এ জন্য অফিসে তালা লাগিয়ে আমি নামাজ ও খাবার খাইতে গেছিলাম।’ আপনাদের স্যার (কর্মকর্তা) আজকে এসেছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্যার আজ আসেনি।’ কেন আসেনি জানতে চাইলে তিনি বলেন, ‘তা জানি না।’   

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদি হাসান মোবাইল ফোনে বলেন, ‘আমি জামালপুর মিটিংয়ে আছি। অফিস সহকারীকে জানায়নি যে মিটিংয়ে আছি।’ 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, ‘বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিচ্ছি এবং দেখছি।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার