হোম > সারা দেশ > জামালপুর

ধর্ম প্রতিমন্ত্রীর অজ্ঞাতে তৈরি নৌকার তোরণগুলো ভেঙে ফেলেছে প্রশাসন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছিল। ওই সব তোরণে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসহ নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে দেওয়া ছিল। আচরণবিধি লঙ্ঘন করায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে ফেলা হয়েছে। 

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওই সব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ ‘নৌকায় ভোট দিন’ লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। 

এ নিয়ে গতকাল আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে দেওয়া হয়। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না।’ 

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নির্মিত গেট ও নৌকা প্রতীকে তোরণগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট কিংবা প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন। আমরা যেগুলো গেট এবং তোরণ নির্মাণের খবর পেয়েছিলাম, তার সবগুলোই ভেঙে দিয়েছি।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা