হোম > সারা দেশ > জামালপুর

জন্মদিনের কার্ডের বদলে সিমেন্টের বস্তা দেওয়ায় দুঃখ প্রকাশ করল দারাজ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ই-কমার্স সাইট দারাজ অ্যাপের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ থেকে জন্মদিনের কার্ড অর্ডার করলে গ্রাহক সাত দিন পর হাতে পান তিন টুকরা সিমেন্টের বস্তা। এ ঘটনার পর সংবাদ প্রকাশিত হলে বগুড়া গিফট শপ ও দারাজের পক্ষ থেকে ওই গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। 

সেই সঙ্গে এই ঘটনা সমাধান করে বগুড়া গিফট শপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ই-কমার্স সাইট দারাজ। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রাহককে দারাজ অফিসের হেল্পলাইন নম্বর থেকে এহসান নামের একজন ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। 

ভুক্তভোগী গ্রাহক আজকের পত্রিকাকে বলেন, ‘দারাজ অ্যাপসের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ নামের দোকান থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করা হয়। পরে ডেলিভারিম্যানের কাছ থেকে পণ্যটি গ্রহণ করার পর খুলে দেখি সিমেন্টের বস্তার তিন টুকরা। 

ভুক্তভোগী রকিব হাসান নয়ন বলেন, ‘দারাজের কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। পণ্যটি দারাজ অ্যাপের মাধ্যমে ফেরত দিয়েছি। তবে টাকা ফেরত দেয়নি এখনো।’ এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে রাতে বগুড়া গিফট শপ থেকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করা হয় এবং জানানো হয়, তাঁদের দোকানের সহকারী প্যাকেট করেছিল বলে ভুল করে এমনটি ঘটেছিল। আজ (সোমবার) বেলা ১১টায় দারাজ হেল্পলাইনের নম্বর থেকে কল দিয়ে দুঃখ প্রকাশ করে জানানো হয়, কাজ চলছে, টাকা ফেরত দেওয়া হবে।’ 

দারাজের হেল্পলাইন নম্বর থেকে এহসান নামের একজন গ্রাহক বলেন, ‘গ্রাহক পণ্যটি রিটার্ন দিয়েছেন। এটি নিয়ে কাজ চলছে। টাকা ফেরত দেওয়া হবে। বগুড়া গিফট শপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার