হোম > সারা দেশ > জামালপুর

প্রতিপক্ষের গোয়াল ঘরের পাশে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে মেলান্দহে প্রতিপক্ষের গোয়াল ঘরের পেছনে লিচু গাছে আজগার আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল ৮টা দিকে পৌরসভার নাগেরপাড়া থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়। নিহত আজগার আলী ওই এলাকার মৃত সামাদ মুন্সীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া এলাকায় রশীদ মুন্সীর গোয়াল ঘরের পেছনে লিচু গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, নিহত আজগার আলী সঙ্গে প্রতিপক্ষ রশিদ মুন্সির জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছিল। তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজগার আলী প্রতিপক্ষের মামলায় জেলেও গিয়েছিল। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। রশিদ ও আজগাড়া আলী প্রতিবেশী 

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তাঁকে হত্যা করেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। 

এ বিষয়ে জামালপুরে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, লিচু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩