হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে তক্ষকসহ গ্রেপ্তার ২ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া উচ্চবিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। 

গ্রেপ্তার দুজন হলেন মুক্তগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মো. ফরহাদ (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের মো. পারভেজ (৩৫)। 

পুলিশ জানায়, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি তক্ষকসহ দুজনকে আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। পরে রাতেই তাঁদের শ্রীবরদী থানায় হস্তান্তর করে র‍্যাব। 

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে সড়কে মিনিবাস উল্টে নিহত ২

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত