মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে বিজয় নামে দেড় বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ সোমবার উপজেলার হাজরাবাড়ী পৌরসভার দিলালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই এলাকার সোহেল মিয়া ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশুটির মা ধানের কাজ করতে যান। এ সময় শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় এবং মৃত্যু হয়।
ফুলকোচা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উজ্জ্বল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।