হোম > সারা দেশ > জামালপুর

মামলা দিয়ে আ.লীগ নেতাদের জামিনও করালেন ছাত্রদল নেতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

নাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।

আজ বৃহস্পতিবার জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৪ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিনে অনাপত্তি দাখিল করেন।

জামিনপ্রাপ্তরা হলেন–উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ধর্মমন্ত্রী দুলালের ছোট ভাই ও উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খান, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুমন। এ ছাড়া অজ্ঞাত আরও দুই আসামিকে জামিন দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, এজাহারভুক্ত ৩১ আসামির মধ্যে ২৪ জন আদালতে হাজির হয়ে জামিন চান। মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে আদালতকে জানান।

এ সময় আন্দোলনে হামলার শিকার ছাত্ররা আদালতকে জানান, তারা আসামিদের সঙ্গে মীমাংসা হয়েছেন। আসামিরা জামিন পেলে তাদের আপত্তি নেই। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয়। এ সময় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে ৮০ থেকে ৯০ জন দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান নিয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের মারধর করে।

এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ওই সময় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।

এই ঘটনায় ৬ সেপ্টেম্বর রাতে ছাত্রদল নেতা ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রীর ছোট ভাই উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, ‘আজ ২৪ জন আসামি স্বেচ্ছায় আদালতে জামিনের প্রার্থনা করেন। এ সময় মামলার বাদী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে জানান। বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। অজ্ঞাত দুই আসামিকেও জামিন দেন আদালত।

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক