হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চালু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পৌনে ১২টায় ফেরি কুঞ্জলতা বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, পদ্মা নদীতে প্রবল স্রোত বেড়ে যাওয়ায় গত ১১ অক্টোবর থেকে ৩ দিন ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আজ পৌনে ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩০ যানবাহন নিয়ে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহম্মেদ বলেন, আজ বেলা পৌনে ১২টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফেরিটি বাংলাবাজার থেকে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসবে। 

উল্লেখ্য, পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি। অপরদিকে, পিলারে ধাক্কা লাগা এড়াতে বাংলাবাজার ঘাটের পরিবর্তে শরিয়তপুরের মাঝিরকান্দি ঘাট স্থাপন করে শিমুলিয়া-মাঝিরকান্দি রুট সচল করার উদ্যোগ নেওয়া হয়। সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। কিন্তু নাব্য সংকটের কারণে এ রুটটি সচল করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর দিনের বেলা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি সচল করা হয়। পরে গত ১১ অক্টোবর আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি-মাদক উদ্ধার

এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: হাদি হত্যার বিচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিন দুর্ঘটনা, আহত ২০

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন আটক

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’