হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

খেলা শেষে মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. শিহাবের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

শিহাব উপজেলার জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদরাসার ছাত্র ছিল। 

শিহাবের মা সালেহা বেগম জানান, সকালে মাদরাসা থেকে বের হয়ে সহপাঠী আব্দুল্লাহ আল তামিমের (১০) সঙ্গে পার্শ্ববর্তী বলাকীচর গ্রামের বালুর মাঠে ফুটবল খেলতে যায়। সেখানে খেলা শেষে ভবানীপুর গ্রামের পাশেই মেঘনা নদীতে সহপাঠীকে নিয়ে তাঁর ছেলে গোসল করতে নামে। তরপর এই দুর্ঘটনা ঘটে। 

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার দুলাল ব্যানার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। নিখোঁজের সন্ধানে সকাল থেকে আপ্রাণ চেষ্টার পর বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।’

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার তৎপরতার পর বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে ডুবুরি দল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্থান্তর করা হয়েছে।

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী: পানিনিষ্কাশন সংকট, চরম ক্ষতির মুখে চাষিরা

সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ ৬ জন টেঁটাবিদ্ধ, বাড়িঘরে আগুন

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জে শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে বিএনপিতে যোগ দিলেন বিকল্পধারার শতাধিক নেতা-কর্মী

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার মালপত্র লুট