হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে প্রবাসী হত্যা মামলায় গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

হত্যা মামলায় গ্রেপ্তার দুইজন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে দ্বন্দ্বে প্রবাসীকে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে শ্রীনগর ও গতকাল রোববার রাতে ঢাকার কমদতলীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে উপজেলার হরপাড়া গ্রাম থেকে শাহীন প্রধান ও দেউলভোগ গ্রাম থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘রমজান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করি।’

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ সিঙ্গাপুরপ্রবাসী রমজানের হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। এর আগে আজ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তাঁর সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল।

সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি-মাদক উদ্ধার

এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: হাদি হত্যার বিচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিন দুর্ঘটনা, আহত ২০

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন আটক

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নারীসহ আহত ৬