হোম > সারা দেশ > মাদারীপুর

নিজ ঘর থেকে ৩য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে নিজ ঘর থেকে মেঘলা সরকার (৯) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মেঘলা গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামের বিদেস সরকারের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে মূল ঘটনা বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মেঘলা স্কুলে যায়। পূর্বনির্ধারিত বিষয়ের পরীক্ষা না হওয়ায় আবার বাড়িতে চলে আসে। মেঘলার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাবা বাড়ির বাইরে কাজে ছিলেন। এ সময় ঘরে মেঘলা একা ছিল। তার বাবা কাজ শেষে বাড়িতে এসে ঘরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। 

বিদেস সরকারের চিৎকারে আশপাশের লোকজন এসে মেঘলাকে উদ্ধার করে জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেঘলাকে মৃত ঘোষণা করেন। 

মেঘলার মা বলেন, ‘মানুষের কাছ থেকে শুনেছি মেঘলা টিকটক করত। বাড়িতে একা থাকলেই ভিডিও করত। গতকাল সকালে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা হয়নি বলে বাড়িতে চলে আসে। ওর পিসির বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। আমি ভাবছি ও হয়তো খেলতেছে। আমি রান্না করছিলাম, এ সময় মেঘলার বাবা কাজ থেকে ঘরে এসে দেখে মেঘলা আড়ার সঙ্গে ঝুলে আছে। এ সময় তার চিৎকার শুনে গিয়ে দেখি এই অবস্থা। কেন, কীভাবে এই ঘটনা ঘটেছে আমরা কিছুই বুঝতে পারছি না।’

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ