হোম > সারা দেশ > মাদারীপুর

ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়াসহ ছিনতাই, আহত ৪ পুলিশ সদস্য

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি থানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে মাদকদ্রব্য ইয়াবা বড়িসহ আটক দুই যুবককে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় চার পুলিশ সদস্য আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন কালকিনি উপজেলার ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে রাশেদুল খান (৩৫) এবং একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)। রাশেদুল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই। তাঁদের কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম কালকিনি বাজারের বড় ব্রিজ এলাকায় অভিযানে যায়। এ সময় পাঁচটি ইয়াবা বড়িসহ আল আমিন সরদার ও রাশেদুল খানকে আটক করা হয়। হাতকড়া পরিয়ে বড় ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে একদল ব্যক্তি হামলা চালান। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম আহত হন। পরে হাতকড়া পরা অবস্থায় আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া হয়।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী, কালকিনি থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নেমেছে। হামলাকারীদের ও ছিনিয়ে নেওয়া দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

৭৩ কৃষি কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তিতে কৃষকেরা

মাদারীপুরে ভূমিকম্প অনুভূত

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

একটাই ছেলে, ৪০ লাখ টাকা দিয়েও বাঁচাতে পারলাম না—লিবিয়ায় গুলিতে নিহত ইমরানের মায়ের আহাজারি