মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিনি ট্রাক রাজৈর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাজৈরের কামালদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার সময় পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।
এ ঘটনায় পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালক মো. শাকিব শেখ (২২) ও তাঁর সহকারী আমির হামজাকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাকিব রাজৈরের পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে এবং আমির হামজা একই গ্রামের বাসিন্দা।
মাদারীপুর মস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।