হোম > সারা দেশ > মাদারীপুর

ডাসারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো—মাইজপাড়া এলাকার গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন। 

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ও একই মাদ্রাসায় মাসপিয়া দ্বিতীয় শ্রেণিতে পরে। আফিয়া ও মাসপিয়া দুজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। 

নিহত দুই শিশুর বড় চাচা গোলাম মাওলা বলেন, ‘আজ অনেক গরম পড়েছে। তাই দুপুরে আফিয়া ও মাসপিয়া গোসল করার কথা বলে ঘর থেকে বের হয়। পরে আমরা তাদের খুঁজতে বের হই। দেখি বাড়ির পাশেই পুকুরে ওরা গোসল করছে। তখন ওদের ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর ওরা আবার সবার অজান্তেই গোসল করতে যায়। প্রায় আধা ঘণ্টা পর ওদের দেখতে না পেয়ে আবার খোঁজাখুঁজি শুরু করি। দেখি ওই পুকুরের পাশেই ওদের স্যান্ডেল পরে আছে। তখন পুকুরে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকেই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, একই সঙ্গে দুই শিশুর মারা যাওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক।

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

৭৩ কৃষি কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তিতে কৃষকেরা

মাদারীপুরে ভূমিকম্প অনুভূত

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

একটাই ছেলে, ৪০ লাখ টাকা দিয়েও বাঁচাতে পারলাম না—লিবিয়ায় গুলিতে নিহত ইমরানের মায়ের আহাজারি