হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৭ মে) সকালে এই কর্মসূচি পালন করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

সূত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় হয়ে আসছে। এদিকে ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসারেই হয়। এতে নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র না থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। তাই কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা।

গত ১০ দিন ধরে প্রশাসন তাদের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগে ঘোষণা দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নানান স্লোগান দেন। এতে ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাঁদের দাবি মেনে না দিলে আগামী দিনে স্থায়ীভাবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থী সামি, রাতুল, সিমা, মাহমুদাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমাদের উপজেলায় পরীক্ষার কেন্দ্র না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা কিছুতেই অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেব না।’

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

৭৩ কৃষি কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তিতে কৃষকেরা

মাদারীপুরে ভূমিকম্প অনুভূত

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

একটাই ছেলে, ৪০ লাখ টাকা দিয়েও বাঁচাতে পারলাম না—লিবিয়ায় গুলিতে নিহত ইমরানের মায়ের আহাজারি