হোম > সারা দেশ > যশোর

গ্রাম পর্যায়ে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু

যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন। 
 
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে। 

যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন। 

এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন। 
 
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে। 

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল