হোম > সারা দেশ > যশোর

যশোর-৪: এনামুল হক বাবুলের প্রার্থিতা আপিলেও বহাল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোর-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই–বাচাই শেষে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 

পরে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে পৃথক আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় ও বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করেন। ১৮ ডিসেম্বর রিট খারিজ করার আদেশ দেন হাইকোর্ট। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন। পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহালের আদেশ দেন আপিল বিভাগ।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর