হোম > সারা দেশ > যশোর

যশোর-৪: এনামুল হক বাবুলের প্রার্থিতা আপিলেও বহাল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোর-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই–বাচাই শেষে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 

পরে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে পৃথক আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় ও বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করেন। ১৮ ডিসেম্বর রিট খারিজ করার আদেশ দেন হাইকোর্ট। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন। পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহালের আদেশ দেন আপিল বিভাগ।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল