হোম > সারা দেশ > যশোর

ধানখেতে ইঁদুর মারার ফাঁদে শ্রমিকের মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ধানখেতে ইঁদুর মারার ফাঁদ থেকে বিদ্যুতায়িত হয়ে জামাত আলী গাজী (৫৪) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত জামাত আলী সোনাকুড় গ্রামের মৃত নবাই গাজীর ছেলে। বিদ্যুতায়িত হয়ে তাঁর মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) ফকির পান্নু মিয়া। 

স্থানীয় লোকজন জানান, জামাত আলী গ্রামের দিপক ঘোষের খেতে নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন। দিপকের আমন ধান খেতের ইঁদুর মারতে চারপাশে জিআই তার দিয়ে ফাঁদ পেতে রাখা হয়। সেই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান জামাত আলী। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. এরশাদ আলী বলেন, ‘জামাত আলী অনেক দিন ধরে দীপক ঘোষের খেতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আমনখেতে ইঁদুরের উৎপাত ঠেকাতে তিনি ও জমির মালিক খেতের চারপাশে জিআই তার দিয়ে ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে, দুপুরে লোডশেডিং হলে সেই তার স্থানান্তর করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ হলে জামাত আলী স্পৃষ্ট হয়ে মারা যান।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড