হোম > সারা দেশ > যশোর

ভৈরব নদে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে জাহাজ থেকে ভৈরব নদে পড়ে এক হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় ঘটে। 

নিখোঁজ ব্যক্তির নাম মো. সাগর হোসেন বিশ্বাস (৩৫)। তিনি পেশায় একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। যশোর জেলার বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তুরাফ বিশ্বাসের ছেলে তিনি। 

স্থানীয়রা ও জাহাজে থাকা অন্য হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান। প্রায় ৪ ঘণ্টা থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দুল। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। 

নিখোঁজ সাগর বিশ্বাসের খালাত ভাই ইসমাইল হোসেন জানান, তাঁর বাড়িতে থেকে সাগর নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকাল ৭টায় বাড়ি থেকে বের হন সাগর। সকাল সাড়ে ১০টার সময় মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান। তাঁকে উদ্ধারে ডুবুরিরা ও ঘাট শ্রমিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। 

অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল বলেন, ‘সাগর হোসেন বিশ্বাস নামের এক শ্রমিক জাহাজ থেকে পড়ে নিখোঁজ রয়েছেন। তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা তাঁকে খুঁজে পাওয়ার জন্য অন্য অন্য শ্রমিক দিয়ে তাঁর সন্ধান করতে চেষ্টা চালাচ্ছি।’ 

এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, ‘আমরা লোক মারফত সাড়ে ১০টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরিদের খবর দেওয়া হয়। পরে তারা এসে তাঁর সন্ধান করতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা ধরে নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এখনো তাঁকে পাওয়া যায়নি। আমরা ঘাটে ভিড়ানো জাহাজগুলো সরিয়ে আবার চেষ্টা অব্যাহত রাখব।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে