হোম > সারা দেশ > যশোর

মৃতের শরীরে বাঁধা ছিল ৪০টি সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় ইছামতী নদীতে ডুবে যাওয়া মশিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মশিয়ারের শরীরে বেঁধে রাখা ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।

এর আগে গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মশিয়ার। গতকাল ইছামতী নদীতে লাশ ভেসে ওঠে তাঁর।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি যশোর সীমান্তপথে ভারতে বেড়েছে সোনা পাচার। গত রোববার বাড়িতে ছিলেন গোগার হরিসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মশিয়ার। এদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই এলাকার কয়েকজন বাসিন্দা। পরে নদীপথে ভারতে সোনা পাচারের সময় ডুবে যান তিনি। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডুবুরি দল দিয়ে দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও লাশ উদ্ধার করতে পারেনি। ঘটনার চার দিন পর গতকাল নদীতে মশিয়ারের লাশ ভেসে উঠলে বিজিবি সদস্যরা উদ্ধার করেন।

শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান জানান, সোনা পাচার করতে গিয়ে প্রাণ গেছে মশিয়ারের। তাঁকে যারা এ পথে নামিয়েছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিজিবি সদস্যরা থানায় লাশ হস্তান্তর করার পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার