হোম > সারা দেশ > যশোর

মৃতের শরীরে বাঁধা ছিল ৪০টি সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় ইছামতী নদীতে ডুবে যাওয়া মশিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মশিয়ারের শরীরে বেঁধে রাখা ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।

এর আগে গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মশিয়ার। গতকাল ইছামতী নদীতে লাশ ভেসে ওঠে তাঁর।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি যশোর সীমান্তপথে ভারতে বেড়েছে সোনা পাচার। গত রোববার বাড়িতে ছিলেন গোগার হরিসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মশিয়ার। এদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই এলাকার কয়েকজন বাসিন্দা। পরে নদীপথে ভারতে সোনা পাচারের সময় ডুবে যান তিনি। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডুবুরি দল দিয়ে দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও লাশ উদ্ধার করতে পারেনি। ঘটনার চার দিন পর গতকাল নদীতে মশিয়ারের লাশ ভেসে উঠলে বিজিবি সদস্যরা উদ্ধার করেন।

শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান জানান, সোনা পাচার করতে গিয়ে প্রাণ গেছে মশিয়ারের। তাঁকে যারা এ পথে নামিয়েছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিজিবি সদস্যরা থানায় লাশ হস্তান্তর করার পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি