হোম > সারা দেশ > যশোর

পায়ুপথে ৭০ লাখ টাকার সোনার বার নিয়ে ভারতে যাচ্ছিলেন যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মনোরউদ্দিন নামের এক যুবককে ৭০ লাখ টাকা মূল্যের ছয়টি সোনার বারসহ আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে সীমান্তের পুটখালী মসজিদবাড়ী বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ২১ ব্যাটালিয়নের বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পায়ুপথে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে রাতে সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইক চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি সোনা পাচারের কথা অস্বীকার করলে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় তাঁর পায়ুপথে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পায়ুপথে লুকিয়ে রাখা ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার সোনাসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট