হোম > সারা দেশ > যশোর

৫ দিন পর সচল বেনাপোল বন্দর 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, বাংলাদেশে উপজেলা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার ছুটিতে টানা পাঁচ দিন বন্ধের পর আজ সকাল থেকে  সচল হয়েছে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৮ থেকে ২০ মে পর্যন্ত লোকসভা নির্বাচন, ২১ মে বাংলাদেশে উপজেলা নির্বাচন ও ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটিতে বন্ধ ছিল দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি। 

এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় কর্মব্যস্ততা ফিরেছে বেনাপোল বন্দরে। সকাল থেকে আমদানি পণ্য নিয়ে পণ্যবাহী ট্রাক আসছে বেনাপোল বন্দরে। বেনাপোল বন্দর থেকেও রপ্তানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে। এর মধ্যে ১৮ থেকে ২০ মে পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়াও বন্ধ ছিল।

এই পথে বছরে ৪০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকার রপ্তানি হয়। আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ শিল্প কলকারখানার কাঁচামাল, খাদ্যদ্রব্য, কেমিক্যাল ও মেশিনারিজ পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে  মধ্যে পাট ও পাটজাত পণ্য বেশি।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের পণ্য খালাস নিতে পারে, তার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড