হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে ১০ রাউন্ড গুলিসহ ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তের অগ্রভুলোট ও পুটখালী থেকে সতটি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল ও চারটি ওয়ান শুটার।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ তাঁকে আটক করে ২১ ব্যাটালিয়ন বিজিবি। আটক অস্ত্র কারবারি বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদে বিজিবি জানতে পারে, সীমান্তপথে ভারত থেকে অস্ত্রের চালান এপারে প্রবেশ করবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে অগ্রভুলোট সীমান্তে কারবারিদের ধাওয়া করে বিজিবি। এ সময় কারবারিরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময়ে পার্শ্ববর্তী পুটখালী সীমান্তে এক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। আটক চোরাকারবারির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড