হোম > সারা দেশ > যশোর

অদম্য তামান্নার পাশে জেলা ছাত্রলীগ নেতা পল্লব

যশোর প্রতিনিধি

যশোরের অদম্য সেই তামান্না নূরাকে হুইল চেয়ার উপহার দিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। আজ বুধবার সন্ধ্যার পর তামান্নার শহরের ভাড়া বাসাতে হুইল চেয়ারটি পৌঁছে দেন তিনি।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘তামান্নার যে কোনো সহায়তার ব্যাপারে আমরা এগিয়ে আসব। তাকে বলেছি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে।’ 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রনেতা মারুফ হোসেন, রাকিবুল আলম হিরণ প্রমুখ। 

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারির শেষের দিকে যশোর জেলা প্রশাসকের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেন ঝিকরগাছার প্রতিবন্ধী অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরা। সেখানে সে তাঁর দুটি স্বপ্নের কথা প্রধানমন্ত্রীকে জানায়। তার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা, অন্যটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। এ ছাড়া প্রধানমন্ত্রী দুটি স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চায় সে। 

এরপর গত সোমবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তামান্নার মোবাইলে কল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক প্রতিবন্ধী এ শিক্ষার্থীর সঙ্গে চার মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তার খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। 

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট