হোম > সারা দেশ > যশোর

অদম্য তামান্নার পাশে জেলা ছাত্রলীগ নেতা পল্লব

যশোর প্রতিনিধি

যশোরের অদম্য সেই তামান্না নূরাকে হুইল চেয়ার উপহার দিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। আজ বুধবার সন্ধ্যার পর তামান্নার শহরের ভাড়া বাসাতে হুইল চেয়ারটি পৌঁছে দেন তিনি।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘তামান্নার যে কোনো সহায়তার ব্যাপারে আমরা এগিয়ে আসব। তাকে বলেছি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে।’ 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রনেতা মারুফ হোসেন, রাকিবুল আলম হিরণ প্রমুখ। 

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারির শেষের দিকে যশোর জেলা প্রশাসকের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেন ঝিকরগাছার প্রতিবন্ধী অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরা। সেখানে সে তাঁর দুটি স্বপ্নের কথা প্রধানমন্ত্রীকে জানায়। তার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা, অন্যটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। এ ছাড়া প্রধানমন্ত্রী দুটি স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চায় সে। 

এরপর গত সোমবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তামান্নার মোবাইলে কল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক প্রতিবন্ধী এ শিক্ষার্থীর সঙ্গে চার মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তার খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। 

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে