হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে কর্মস্থলে আসার পথে দুর্ঘটনায় নির্মাণশ্রমিক নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে কর্মস্থলে আসার সময় সড়ক দুর্ঘটনায় জনি হোসেন (২৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জনি হোসেন পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম। 

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, জনি হোসেন অন্য শ্রমিকদের নিয়ে মনিরামপুর থেকে আলমসাধু (স্থানীয় যান) চালিয়ে কেশবপুর পৌরসভার পানি নিষ্কাশন ড্রেন তৈরি করতে আসছিলেন। পথিমধ্যে মনিরামপুরের ফকিররাস্তা এলাকায় আলমসাধুর সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে জনির বুকে আঘাত লাগে। সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে জনি হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ হাসপাতালে আসে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন, ‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।’ 

শ্রমিক জনি হোসেন নিহত হওয়ার খবর পেয়ে কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে দেখতে আসেন।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল