হোম > সারা দেশ > যশোর

যশোরে ফটোসাংবাদিক পরাগের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

যশোর প্রতিনিধি

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মারামারি ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সমাজের কথার ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। এ সময় তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ বলেন, সোমবার দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন যুবক মারামারি শুরু করেন। তাঁদের মারামারি ছবি তুলছিলাম। আমার ছবি তোলা দেখে কয়েকজন লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে। আমার নাইকন ডি-৭২ মডেলের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে এসে উদ্ধার করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। 

এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে