হোম > সারা দেশ > যশোর

ঈদুল আজহা উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রেল ও সড়ক পথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য টানা ৪ দিন বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। আজ শুক্রবার সকাল থেকে সোমবার পর্যন্ত থাকছে এ ছুটি। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এপথে চালু হবে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোন ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিন-রাতে বন্দর এলাকায় টহল দেবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানান, এপথে আমদানি, রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি বাণিজ্য হয় ভারতের সঙ্গে। চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের জন্য প্রতিদিন প্রায় আট হাজার যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে