যশোরের বেনাপোলে গৃহবধূকে বেঁধে রেখে নগদ ১৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকসংলগ্ন আশানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ হালিমা বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে হঠাৎ ঘরের ভেতরে একদল ডাকাতকে দেখতে পাই। তাঁরা আমার হাত-পা ও চোখ বেঁধে রেখে ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। আজ বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা ভুক্তভোগীর বসতবাড়ি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান বলেন, ‘৯৯৯-এ করা কলের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ডাকাতির সত্যতা মিলেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
উপপরিদর্শক আরও বলেন, গভীর রাতে ডাকাতি হওয়ার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।