হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে হতাশা থেকে কলেজছাত্রের আত্মহত্যা

যশোরের মনিরামপুরে রুহুল আমিন নামে কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন স্বজনেরা।

রুহুল আমিন উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে। সে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে রুহুল আমিন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্বজনেরা জানান, রুহুল আমিন রাতে খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মা রহিমা বেগম খাবারের জন্য ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন।

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের সহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আশিকুর বলেন, অন্য কোনো কারণ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড