যশোরের মনিরামপুরে ভোজ্যতেল মজুত রাখার অপরাধে আরিফুজ্জামান পানু নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল মনিরামপুরের দুর্গাপুর ঈদগাহ সংলগ্ন মেসার্স মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার দুপুরে র্যাবের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চলে। এ সময় ২০০ ব্যারেল যার আনুমানিক ওজন ৪০ হাজার লিটার ভোজ্যতেল সয়াবিন ও পাম তেল মজুত পাওয়া গেছে। এ অপরাধে মালিক আরিফুজ্জামান পানুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পেশকার বলেন, ‘এক সপ্তাহের মধ্যে মালিক তেল বিক্রি করে দেবেন বলে আদালতের সামনে অঙ্গীকার করেছেন।’
গত কয়েক দিন ধরে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তেল কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ খেটে খাওয়া মানুষের। এ অবস্থায় মেসার্স মনিরুদ্দিনের গুদামে এত তেল মজুত রেখেছে তা রীতিমতো নিন্দনীয়।