হোম > সারা দেশ > যশোর

দ্রুতগতির ২ মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

যশোরের মনিরামপুর উপজেলার কালীবাড়ি-মনোহরপুর সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দ্রুতগতিতে চলতে থাকা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন মুস্তাফিজ রহমান (২৫) নামের আরেক ব্যক্তি। তাঁরা দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালীবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৭টার দিকে রিয়াদের মৃত্যু হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ হোসেন জেলার কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে।

কালীবাড়ি এলাকার বাসিন্দা রিপন হোসেন সাজু বলেন, আজ সন্ধ্যায় দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কালীবাড়ি থেকে মনোহরপুরের দিকে ও অন্য একটি মোটরসাইকেল মনোহরপুর থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বকুলতলা পলাশের ঘেরের পাশে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল দুটির দুই চালক সড়কের ওপর ছিটকে পড়েন।

সাজু আরও বলেন, দ্রুত দুজনকে উদ্ধার করে স্থানীয় কালীবাড়ি মোড়ে এক চিকিৎসকের কাছে আনা হয়। পরে মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যান।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। পরে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। কারও মৃত্যুর খবর আমরা এখনো পাইনি।’

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু