হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক বালক। আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের রঘুনাথনগর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন রনি উপজেলার আলীপুর গ্রামের সামছুর রহমানের ছেলে এবং রঘুনাথনগর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। উপজেলার বল্লা গ্রামে নানা বাড়িতে থাকত রনি। আহত নুর ইসলাম বল্লা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিকরগাছাগামী দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রনি। গুরুতর আহতাবস্থায় নুর ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম বলেন, রনি মোটরসাইকেল চালাচ্ছিল। রঘুনাথনগর কলেজের সামনে পৌঁছালে একজনকে পাশ দিতে গিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলে গতি থাকায় গাছটি ভেঙে যায়। ঘটনাস্থলে রনির মৃত্যু হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় আব্দুল্লাহ আল মামুন রনি। গুরুতর আহত নুর ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, চালক মারা গেছে। যদি কোনো অভিযোগ না থাকে তাহলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড