হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে ফের গরু চুরি

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমানের ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি হয়ে যায়।

জানা গেছে, এর আগে গত শনিবার রাতে উত্তর কয়ারপাড়ায় কৃষক আবদুল ওয়াদুদের গোয়াল থেকে ২টি গাভি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য ৩ লাখ টাকা। পরবর্তীতে পাঁচ দিনের ব্যবধানে গতকাল রাতে আবারও গরু চুরির ঘটনা ঘটে। কোরবানির ঈদের আগে এভাবে গরু চুরি হওয়ায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। মধ্যরাতে গরুর খাবার দিতে উঠে দেখি গোয়ালঘরে কোন গরু নেই। গোয়াল ঘরের তালা ভেঙে ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি করে নিয়ে গেছে। তবে ঘটনার সময় হয়তো একটি বাছুর দৌড়ে পালানোর কারণে সেটি চোরের হাত থেকে রক্ষা পেয়েছে। পরে সকালে বছরটা গোয়াল ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পরপর দুইটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই এখন পাল্লা দিয়ে তাঁদের গবাদিপশু পাহারা দিচ্ছে।

ভুক্তভোগী আরও বলেন, কোরবানি উপলক্ষে এঁড়ে গরুটি পালন করছিলাম। ভেবেছিলাম ঈদে বিক্রি করে টাকাটা সংসারের কাজে লাগাব। কিন্তু এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা