হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে ফের গরু চুরি

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমানের ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি হয়ে যায়।

জানা গেছে, এর আগে গত শনিবার রাতে উত্তর কয়ারপাড়ায় কৃষক আবদুল ওয়াদুদের গোয়াল থেকে ২টি গাভি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য ৩ লাখ টাকা। পরবর্তীতে পাঁচ দিনের ব্যবধানে গতকাল রাতে আবারও গরু চুরির ঘটনা ঘটে। কোরবানির ঈদের আগে এভাবে গরু চুরি হওয়ায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। মধ্যরাতে গরুর খাবার দিতে উঠে দেখি গোয়ালঘরে কোন গরু নেই। গোয়াল ঘরের তালা ভেঙে ১টি গাভি ও ১টি এঁড়ে গরু চুরি করে নিয়ে গেছে। তবে ঘটনার সময় হয়তো একটি বাছুর দৌড়ে পালানোর কারণে সেটি চোরের হাত থেকে রক্ষা পেয়েছে। পরে সকালে বছরটা গোয়াল ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পরপর দুইটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই এখন পাল্লা দিয়ে তাঁদের গবাদিপশু পাহারা দিচ্ছে।

ভুক্তভোগী আরও বলেন, কোরবানি উপলক্ষে এঁড়ে গরুটি পালন করছিলাম। ভেবেছিলাম ঈদে বিক্রি করে টাকাটা সংসারের কাজে লাগাব। কিন্তু এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার