হোম > সারা দেশ > যশোর

চাচা-ভাতিজার দ্বন্দ্ব, নাতির শাবলের আঘাতে দাদার মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চাচা-ভাতিজার দ্বন্দ্বে ভাতিজার ছেলের শাবলের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রোববার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৬০) দেলোয়ার দফাদারের ছেলে।

শাবলের আঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে আরিফও আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমানের (৬০) সঙ্গে তাঁর ভাতিজা মফিজুর রহমান (৪৫) ও আজিজুর রহমানের (৫০) জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে চারটার দিকে আব্দুর রহমানের সঙ্গে তাঁর ভাতিজাদের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুরের ছেলে ইসমাইল (২৬) তাঁর হাতে থাকা শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান। 

মৃত আব্দুর রহমানের ছেলে ও আত্মীয়স্বজনের অভিযোগ, হাসপাতালে ডাক্তার না থাকায় তাঁর বাবা অবহেলায় মারা গেছেন। 

যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট