হোম > সারা দেশ > যশোর

অভাবের তাড়নায় সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভাবের তাড়নায় শিশুসন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। তিনি যশোরের অভয়নগরের নওয়াপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী রিক্তা বেগম। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাতে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রিক্তা বেগম জানান, অভাবের তাড়নায় ঋণগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এ ছাড়াও প্রতিবন্ধী স্বামীর আয়ে সংসার চালানো কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। অন্যদিকে পাওনাদারেরা টাকার জন্য চাপ দিয়ে আসছিল। এ অবস্থায় দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান তিনি। 

শিশুসন্তানকে বিষ খাওয়ানো কথা জানতে চাইলে রিক্তা বেগম বলেন, ‘আমি মরে গেলে আমার সন্তানকে কে দেখব, এই ভেবে তাকেও বিষ পান করাই।’ তবে এ ব্যাপারে রিক্তার স্বামী বলেন, ‘আমি প্রতিদিনের মতো গতকালও দোকানে যাই। পরে খবর পাই যে, আমার স্ত্রী সন্তানসহ বিষপান করেছে। সংবাদ পেয়ে বাড়ি ছুটে যাই। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ‘কীটনাশক পান করে শিশুসন্তানসহ রিক্তা নামের একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাদের চিকিৎসা প্রদান করি। এখন মা ও শিশুসন্তান উভয়ই সুস্থ আছেন।’ 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড