হোম > সারা দেশ > যশোর

শার্শায় সড়ক দুর্ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় প্রাইভেট কার দুর্ঘটনায় রিপন হোসেন নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার সরনপুর গ্রামের আমিনুর মেম্বারের ছেলে এবং বেনাপোলে অবস্থিত নিউ সোনার বাংলা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী। 

জানা যায়, নিহতের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কারের চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন জানান, রিপন ব্যক্তিগত কাজে নাভারন থেকে প্রাইভেট কার নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

শার্শা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে স্থানীয়রা জানান, ব্যস্ততম এই সড়ক সরু হওয়ায় একটি যানবাহন আর একটি যানবাহনকে পাশ কাটাতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এ ক্ষেত্রে সড়কের আয়তন বৃদ্ধি করা হলে এমন দুর্ঘটনা কমবে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড