যশোরের মনিরামপুরে পিকআপের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নলতাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আক্তারুল ইসলাম। তিনি চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামের মৃত কদম আলীর ছেলে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘাস নিয়ে মাঠ থেকে রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কে উঠছিলেন কৃষক আকতারুল। এ সময় সাতক্ষীরাগামী মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দিয়ে ধান খেতে চলে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কৃষকের। ওই পিকআপে চালক ও হেলপারসহ তিনজন লোক ছিলেন। স্থানীয় ক্ষুব্ধ লোকজন তাঁদের ধরে ঘরে তালাবন্ধ করে রাখে। আটক তিনজনের নাম জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ হেফাজতে নিয়েছে। আটক তিনজনকে উদ্ধারে কাজ করছে পুলিশ। সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিল পুলিশ।
রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লিটন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।