হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি বার্মিজ চাকুসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার আনুমানিক রাত ১২টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শার পান্তাপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী (২২)। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, তাঁদের কাছে গোপন খবর আসে, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়েছে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের নামে একাধিক মামলা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার সকালে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড