হোম > সারা দেশ > যশোর

ট্রান্সফরমার চোর সন্দেহে ২ যুবক গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার সুজাপুর গ্রামের আল আমিন (২২) ও রনি হোসেন (২০)। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর–সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌরসভার গোলাঘাটা নামক এলাকায় কামরুল বিশ্বাসের ঘেরের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে শুক্রবার রাতে ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে সুজাপুর গ্রামের আল আমিন ও রনি হোসেন নামে দুই যুবক এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এ সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সরঞ্জাম পাওয়া যায়। পুলিশ তাঁদের ওই রাতেই থানা হেফাজতে নিয়ে আসেন। 

যশোর পল্লি বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মুহম্মদ আবদুল লতীফ বলেন, গত ৬ মাসে এ উপজেলা থেকে ৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় গ্রাহকদের পড়তে হয় বিপাকে। 

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর সন্দেহে গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড