হোম > সারা দেশ > যশোর

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোলে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার ভারতের পেট্রাপোল আইসিপি সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ অন্যান্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অপর দিকে বিএসএফ কলকাতা সেক্টরের কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশ নেয়।

সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় বলে জানান ডিআইজি তারনি কুমার। এর আগে বিজিবি সীমান্তের শূন্যরেখায় পৌঁছালে প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেন বিএসএফের কর্মকর্তারা।

এ ধরনের সভায় দুই দেশের মধ্যে চোরাচালান, মানব পাচার প্রতিরোধ ও বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে