হোম > সারা দেশ > যশোর

মধুসূদন পদক পেলেন ড. কুদরত-ই-হুদা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুসূদন পদক পেলেন ড. কুদরত-ই-হুদা। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় গবেষণাধর্মী সাহিত্যকর্ম ক্যাটাগরিতে তাঁকে এ পদক দেওয়া হয়।

মধুমেলার ষষ্ঠ দিন সোমবার সন্ধ্যায় খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুর ইসলাম সাগদাঁড়ির মধুমঞ্চে ড. কুদরত-ই-হুদার হাতে ‘মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০২৩’ তুলে দেন। 

ড. কুদরত-ই-হুদা সাহিত্য চর্চা করে গবেষণাধর্মী প্রবন্ধে অবদান রাখার পাশাপাশি তার রচিত ‘জাতীয়তাবাদী চিন্তার বিকাশ বাংলাদেশের ষাটের দশকের কবিতা’ গ্রন্থের জন্য এ পদক পান। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা কবিরত্ম এম এ হক। মা মহুয়া হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 

মধুমঞ্চে মধুসূদন ও মেঘনাদবধ কাব্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভা এবং পদক প্রদান অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনার শিক্ষাবিদ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ প্রমুখ। অতিথিরা ড. কুদরত-ই-হুদার হাতে মহাকবি মাইকেল মধুসূদন পদক, সনদপত্র ও ১ লাখ টাকার চেক তুলে দেন। 

 

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া