হোম > সারা দেশ > যশোর

যশোরে নাট্যমেলার প্রথম দিন ৫ নাটক মঞ্চস্থ

­যশোর প্রতিনিধি

যশোরে দুদিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

যশোরে দুই দিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে। নাট্য সংগঠন বিবর্তন যশোরের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এই মেলা শুরু হয়।

প্রথম দিনে পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। আগামীকাল শনিবার সমাপনী দিনে আরও পাঁচটি নাটক মঞ্চায়ন হবে।

নাট্যমেলায় অংশগ্রহণকারীরা নাচ পরিবেশন করেন। ছবি: আজকের পত্রিকা

আজ বিকেলে নাট্যজন ফয়েজ জহির প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর সংগঠনের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়।

নাট্যমেলায় অংশগ্রহণকারীদের নাচ। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানের শুরুতে শিশুদের কবিতা আবৃত্তি ও শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হয়। সন্ধ্যার পরে পাঁচটি নাট্য সংগঠনের পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলোর মধ্যে রয়েছে ‘পাইচো চোরের কিচ্ছা’, ‘শ্রেষ্ঠার মানুষ’, ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’, ‘মধু মিলন’ ও ‘মানবতার শহর’। যশোরের বিভিন্ন নাট্য সংগঠন এসব নাটক মঞ্চায়ন করে।

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য নিয়ে নাট্যমেলার আয়োজন করা হয়। আগামীকাল যশোরের আরও ৫টি নাট্যদলের পরিবেশনায় পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। নাট্যমেলা ঘিরে নাট্যকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল