যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় শাহজাহান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শাহজাহান বরিশালের রাজাপুরের বামনখানা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। তিনি যশোর মনিহার সিটি কলেজপাড়ায় নূর মনজিলে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে মনিহার পেট্রল পাম্পের সামনে দিয়ে শাহজাহান রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।