সীমান্ত হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে বিজিবি ও বিএসএফ। এ ছাড়া আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
আজ বুধবার সকালে বেনাপোল বিওপি সম্মেলনকক্ষে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে কর্মকর্তারা এ কথা জানান। এর আগে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে শূন্য রেখায় ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি। পরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেক্টর কমান্ডার রাকেশ কুমার। উপস্থিত ছিলেন লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, লে. কর্নেল কামরুল আহসান, লে. কর্নেল তারভীর রহমান, বিএসএফের কমান্ডিং অফিসার ত্রিপাঠি, অনুরাগ মানি, অলক কুমারসহ দুই দেশের কর্মকর্তারা।