হোম > সারা দেশ > যশোর

যশোরে শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড 

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় শিশু (৯) ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন এই রায় দেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তজিবর রহমান (৫০) যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। মেহেরপুরের গাংনী উপজেলার বিলধলা রামকৃষ্ণপুর এলাকার দবির উদ্দিন দরবার আলীর ছেলে তিনি। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুন সন্ধ্যায় চৌগাছার এক প্রতিবেশীর আম বাগানে আম কুড়াতে যায় ওই শিশু। সন্ধ্যা পার হয়ে রাতেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। ২৬ জুন সন্ধ্যায় ওই আম বাগানে একটি পচা গলা মরদেহ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে আসলে পরনের লাল হাফ প্যান্ট, হাত এবং পায়ের পাতা দেখে মৃতদেহ শনাক্ত করে পরিবার। এ ঘটনায় পুলিশ মেহেরপুরের গ্রামের বাড়ি থেকে তজিবর রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই শিশুর বাবা বাদী হয়ে ২৭ জুন চৌগাছা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আসামি তজিবর রহমানের বিরুদ্ধে ওই বছরই ৬ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন। 

পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি তজিবর রহমান দোষী প্রমাণিত হন। এরপর বিচারক তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি। 

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ