হোম > সারা দেশ > যশোর

যশোরে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু

প্রতিনিধি

যশোর: যশোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ। 

তিনি জানান, মৃতদের মধ্যে ৩ জন রেড জোনে আর বাকি ৫ জন ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোনের তিনজনই গত ২২ তারিখে হাসপাতালে ভর্তি হন এবং ওই রাতেই মারা যান। ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া গত ২২ জুন দুপুরে বাকি পাঁচজন মারা যায়। এ নিয়ে যশোরে করোনায় আক্রান্ত হয়ে মোট ১১৪ জনের মৃত্যু হলো। 

এদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৩৪৩টি নমুনা পরীক্ষা করে এ ফল এসেছে। 

এ ছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের দেওয়া করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, গত ২৩ জুন বুধবার পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫১ জন। এর মধ্যে নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫৮ জন। যার মধ্যে ১ নং ওয়ার্ডে ১৮, ২নং ওয়ার্ডে ৬, ৩নং ওয়ার্ডে ৫, ৪নং ওয়ার্ডে ১৬, ৫নং ওয়ার্ডে ৪১, ৬নং ওয়ার্ডে ৫০, ৭নং ওয়ার্ডে ৩, ৮নং ওয়ার্ডে ১ ও ৯নং ওয়ার্ডে ১৮ জন করোনা আক্রান্ত। অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ জন। বাকি আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন। 

এ বিষয়ে মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, যশোরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মহামারি করোনাভাইরাস। আর এই মহামারি থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। 

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ