হোম > সারা দেশ > যশোর

যশোরে লেপ-তোশকের কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

­যশোর প্রতিনিধি

যশোর শহরতলির ধর্মতলা বাজারের আজ শুক্রবার মনজু বেডিং নামের কারখানায় অগ্নিকাণ্ডের পর ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

যশোরে একটি লেপ-তোশকের কারখানা ও শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলির ধর্মতলা বাজারের মনজু বেডিং নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরতলি ধর্মতলা এলাকায় তিনজন মিলে লেপ-তোশক ও কাপড়ের ব্যবসা করেন। সকাল থেকে প্রতিদিনের মতো শোরুম ও কারখানা খুলে কাজ করছিলেন শ্রমিকেরা। তবে জুমার দিন হওয়ায় নামাজ ও খাওয়ার জন্য দুপুরের দিকে শ্রমিকেরা যে যার বাড়িতে চলে যান। সাড়ে ১২টার দিকে কারখানা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর বিকট শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে কারখানা ও শোরুমে।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশন ও যশোর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শানতলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভাতে গিয়ে এক শ্রমিক আহত হয়েছেন।

যশোর শহরতলির ধর্মতলা বাজারের আজ শুক্রবার মনজু বেডিং নামের কারখানায় অগ্নিকাণ্ডের পর ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

মনজু বেডিংয়ের মালিকদের একজন সোহেল রানা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমার কাছে খবর আসে, কারখানায় আগুন লেগেছে। এসে দেখি, সব পুড়ে ছাই হয়ে গেছে। কাপড়, বিছানার চাদর, লেপ, তোশক, নারকেলের ছোবড়া, তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিড়ি-সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘ধারণা করছি, সিগারেটের আগুন বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার মালিকেরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’

কাবিখার ১৮ প্রকল্প: সহকারীর হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ