হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে যুবক গুলিবিদ্ধ, পালানোর সময় ৩ হামলাকারী গ্রেপ্তার

মনিরামপুর ও অভয়নগর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে মানব মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বাঁ ঊরুতে গুলি করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুলটিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে মানব মণ্ডলকে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালানোর সময় অভয়নগরের ডহরমশিয়াহাটি নামক স্থানে জনতার হাতে তিন হামলাকারী ধরা পড়েন। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত মানব মণ্ডল সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মণ্ডলের ছেলে। তিনি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আওতায় গণশিক্ষা কার্যক্রমের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। মানব মণ্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গেও জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অভয়নগরের সমশপুর গ্রামের শিশির মণ্ডল, বুইকারা গ্রামের আব্দুল হান্নান ও মনিরামপুরের বাহাদুরপুর গ্রামের তন্ময় সরকার।

কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রত্যক্ষদর্শী নিপুণ দাস বলেন, ‘কুলটিয়া মোড়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে সেখানে বসে মানব ও আমি গল্প করছিলাম। হঠাৎ সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক দোকানে আসে। বাইক থেকে নেমেই তারা মানব মণ্ডলের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে তারা মানবের বাঁ ঊরুতে গুলি করে পালিয়ে যায়। এরপর আমরা মানব মণ্ডলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।’

নিপুণ দাস আরও বলেন, আমি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। মানব স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানব স্বতন্ত্র প্রার্থীর ইগল প্রতীকের পক্ষে নির্বাচন করেছিলেন। এ নিয়ে ভোটের আগে ও পরে অনেকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হামলা হতে পারে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মামুনুর রশিদ বলেন, ‘রোগী আমাদের চিকিৎসাধীন রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় শনিবার রাতে আটক তিনজনসহ অজ্ঞাত আসামিদের নামে মনিরামপুর থানায় মামলা করেছেন মানব মণ্ডলের বাবা মৃণাল কান্তি মণ্ডল।

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া