হোম > সারা দেশ > যশোর

বর এলেন হেলিকপ্টারে, দেখতে স্থানীয়দের ভিড়

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় হেলিকপ্টারে করে বর বিয়ে করতে আসে। তা দেখতে স্থানীয় জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজ দুপরে উপজেলার পাতিবিলা গ্রামের ঠিকাদার রফিকুল ইসলামের মেয়ে ইন্টার্ন চিকিৎসক মোছা তাসমিয়া খাতুনের বিয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। বর আদ্ দ্বীন-সখিনা মেডিকেল কলেজের চিকিৎসক এবং কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মহিউদ্দিন আহমেদের শ্যালক চিকিৎসক মুজাহিদ। বিয়ে করতে বর আসবেন হেলিকপ্টারে এই সংবাদে স্থানীয়দের মধ্যে উৎসুক সৃষ্টি হয়। সেই হেলিকপ্টার দেখতে স্থানীয়রা বেলা ১১টা থেকে পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিড় করতে থাকেন। পরে দুপুর ১২টা ৩৭ মিনিটে হেলিকপ্টারে করে বর আসলে সেখানে সৃষ্টি হয় উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। 

হেলিকপ্টার দেখতে আসা এক স্থানীয় সোবহান নামে বৃদ্ধ বলেন, আমরা তো আর পেলেন (বিমান/হেলিকপ্টার) উঠানামা দেখতি পারিনে। তাই কীভাবে নামে দেখার জন্য দাঁড়িয়ে আচি। 

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) নূর উন নবী বলেন, নিরাপত্তার জন্য বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যালয় মাঠে পুলিশের একটি দল অবস্থান নেন। হেলিকপ্টারটি বিদ্যালয়ের মাঠে অবতরণ করার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

উপপরিদর্শক আরও বলেন, ওসি স্যারের নির্দেশে বিদ্যালয় মাঠে আগে থেকেই আমরা উপস্থিত ছিলাম। ওই স্থানে লোকজনের উপচে পড়া ভিড় থাকলেও কোন বিশৃঙ্খলা হয়নি। 

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট